বিজ্ঞাপন

আর্শদ্বীপের তোপে বাবর-রিজওয়ান হারিয়ে চাপে পাকিস্তান

October 23, 2022 | 2:33 pm

স্পোর্টস ডেস্ক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংয়ের বোলিং তোপে ১৫ রানেই দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে হারিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা কোনো রকমে পার করেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় ওভারে বল হাতে আসেন আর্শদ্বীপ সিং। বল হাতে এসে প্রথম বলেই বাবর আজমকে তুলে নেন। রাউন্ড দ্য উইকেট থেকে আর্শদ্বীপ সরাসরি আঘাত হানেন বাবর আজমের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, এলবিডাব্লিউ হয়ে শূন্য রানেই ফেরেন বাবর।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাবর। তবে রিপ্লেতে দেখা যায় বল সোজা স্টাম্পেই আঘাত হানছে। দলীয় মাত্র ১ রানের মাথায় ওপেনার বাবর আজমের বিদায়।

বিজ্ঞাপন

এরপর ভারতীয় দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং আর্শদ্বীপ মিলে আরও চেপে ধরেন পাকিস্তানের রানের লাগাম। দুর্দান্ত বোলিংয়ে ভর করে মোহাম্মদ রিজওয়ানকেও খেলতে দেননি স্বাভাবিক ক্রিকেট। এতেই একের পর এক ডট বল খেলতে থাকেন রিজওয়ান। চাপে পড়ে এবার বড় শট খেলতে গিয়ে চতুর্থ ওভারের শেষ বলে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের তালুবন্দি হন রিজওয়ান। এবারেও উইকেট তুলে নেন আর্শদ্বীপ সিং। পাকিস্তান ৪ ওভারে মাত্র ১৫ রানে হারায় দ্বিতীয় উইকেট। আউট হওয়ার আগে ১২ বলে একটি বাউন্ডারিতে মাত্র ৯ রান করেন রিজওয়ান।

এই রিপোর্ট লেখা অবধি পাকিস্তানের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৩২ রান। উইকেটে আছেন, শান মাসুদ ১৯ এবং ইফতেখার আহমেদ ৭ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন