বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

October 24, 2022 | 1:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্রমেই ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার সারাবাংলাকে জানান, ঘূর্ণিঝড়ের জন্য দেশের সকল রুটের নৌযান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং প্রস্তুতি এবং পরবর্তী করনীয় লক্ষ্যে বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা কর্মচারীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি হট লাইন খুলেছে বিআইডব্লিউটিএ। হট লাইন নম্বর ১৬১১৩।

এদিকে, আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে সিত্রাং। এটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ জেআর/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন