বিজ্ঞাপন

এলো ‘দামাল’-এর টাইটেল গান

October 26, 2022 | 4:42 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

মঙ্গলবার (২৫ অক্টোবর) অনলাইনে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ছবির টাইটেল গান। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত আরাফাত মহসিন নিধি। গানটি গেয়েছেন ক্রিপটিক ফেট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং ঐশী। স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত দামাল ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের।

বিজ্ঞাপন

পরাণ-খ্যাত নির্মাতা রায়হান রাফী আগেই জানিয়েছেন, গানটি মূল সিনেমায় থাকবে না। প্রচারণার জন্যই নির্মাণ করা হয়েছে গানটি।

দামাল’র এই টাইটেল গানেতে অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম, রাজ, সিয়াম, সুমিত,, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ৮ আগস্ট কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনগঞ্জের সঙ্গে একটি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সে গল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাও উঠে আসবে ছবিতে। এতে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে এ প্রজন্মের খেলোয়াড়দেরও একটা মেলবন্ধন দেখানো হয়েছে। রাফি জানান, ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবল দলের গল্পও উঠে এসেছে তার ছবিতে।

৯ মাসের গবেষণায় তৈরি হয়েছেন দামালের চিত্রনাট্য। যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। ২৮ অক্টোবর ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন