বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম

October 27, 2022 | 6:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণলয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসির নতুন সচিব হিসাবে মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর স্থলাভিসিক্ত হলেন।

এর আগে, ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে গত ২১ মাস ইসি সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগামী বছরের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আগামী সংসদ নির্বাচনের বাকি আছে ১৪ থেকে ১৫ মাস। ফলে নতুন নিয়োগ পাওয়া ইসি সচিবের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে বর্তমান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিল্প মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন