বিজ্ঞাপন

শ্রীরামের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে জয় সম্ভব

November 5, 2022 | 1:41 pm

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আফসোসের ম্যাচ ভারতের বিপক্ষের ম্যাচটি। জয়ের এত কাছে গিয়েও শেষ পর্যন্ত হাতছাড়া। তবে এই পরাজয়ের শোক কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে টাইগারদের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন পাকিস্তানকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে।

বিজ্ঞাপন

এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা পাকিস্তানের বিপক্ষে জিততে পারব। যদিও সেমিফাইনালে যাওয়াটা আমাদের হাতে নেই, যেটা খুবই দুঃখজনক।’

বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচেও শেষ হাসি টাইগারদের। তবুও সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকটা পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে হেরে সেমির রাস্তা কঠিন করে ফেলেছে টাইগাররা।

এটাই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীরাম

ভারতের বিপক্ষে উত্তেজনা ছড়িয়েও শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত মাত্র ৪ রানের ব্যবধানে হেরেছে। তাই তো পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে টিম টাইগার্স। দলের পারফরম্যান্সের উন্নতি চোখে পড়েছে টেকনিক্যাল কনসাল্টেন্টের।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি মনে করি পাকিস্তান খুবই ভালো একটি দল। আমরা নিউজিল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে খেলেছি। আমরা জানি তাদের শক্তির দিক কোনটি। তাই আমি মনে করি আগামীকাল আমাদের জয়ের ভালো সুযোগ আছে।’

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ফলাফলটি যাই হোক না কেন বাংলাদেশের পারফরম্যান্সে খুশি শ্রীরাম। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা বিশ্বকাপ কাটছে এটিই। প্রথমবারের মতো সুপার টুয়েলভে জয়ও পেয়েছে টাইগাররা। এই ব্যাপারে তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স। আমরা কখনো দুটি ম্যাচ জিতিনি সুপার টুয়েলভে। সেই ইতিহাস এবার বদলছে। আমরা সেটা করে দেখিয়েছি। আমি মনে করি ক্রিকেটাররা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন