বিজ্ঞাপন

‘আমাদের দেশটা দুর্বৃত্তের দেশে পরিণত হয়েছে’

November 11, 2022 | 7:59 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর জামালখানে শিশু মারজান হক বর্ষাকে ধর্ষণের পর হত্যাকারী লক্ষণ দাশের দ্রুত বিচার করে মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি এসেছে এক বিক্ষোভ সমাবেশ থেকে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বর্ষার বড় বোন সালেহা আক্তার রুবিও বক্তব্য রাখেন।

সমাবেশে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘ক্ষমতাবানদের দাপট আর আশ্রয়-প্রশ্রয়ে আমাদের দেশটা আজ দূর্বত্তের দেশে পরিণত হয়েছে। খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতাসহ নানা অপরাধ এবং বিচারহীনতায় অপরাধীদের পার পেয়ে যাবার কারণে দেশ-সমাজ আজ নষ্ট, পচা, গলা, দুর্গন্ধময় হয়ে গেছে।

এদেশে এখন ৩ বছরের বাচ্চা থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউই নিরাপদ নয়। জামালখানে মাত্র সাত বছরের একটা শিশু, তাকে ধর্ষণ করে লাশ বস্তায় ভরে ফেলা হয়েছে নালায়। এ কোন সমাজে আমরা বসবাস করছি ! ক্ষমতাবানদের বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শক্তিশালী সংগ্রাম করতে হবে।’

বিজ্ঞাপন

উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা বলেন, ‘স্কুলে শিক্ষকের হাতে ছাত্রী, মাদরাসায় শিক্ষকের হাতে ছাত্র ধর্ষণের শিকার হচ্ছে। আগে আমাদের এই চেরাগী চত্বর, জামালখান ছিল সংস্কৃতিমনা মানুষদের আড্ডাস্থল, ছিল গুণীজনদের আসা-যাওয়া। কিন্তু এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চেরাগীতে প্রতিদিন মাদকের আড্ডা বসে। মারামারি-খুনোখুনি হয়। কিন্তু কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ হয় না বলেই শিশু মারজানকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে।’

বর্ষার বড় বোন সালেহা আক্তার রুবি কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার বোনকে হারিয়ে আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। ভাবতেই পারছি না আমার বোন আজ আর আমাদের মাঝে নেই। ওর লাশ আমরা দেখতেই পারিনি। যার জন্য আমাদের এই অবস্থা তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যতক্ষন তার মৃত্যুদণ্ড হচ্ছে না, ততক্ষণ আমরা আন্দোলন করে যাব।’

সভাপতির বক্তব্যে জেলা সিপিবির নারী সেলের আহবায়ক রেখা চৌধুরী বলেন, ‘কী ধরনের বিকৃত মানসিকতার হলে মাত্র সাত বছরের একটি শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা যায় ! এ বর্বরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের বিকৃত মানসিকতার নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে কোনোভাবেই এসব জঘন্য অপরাধ বন্ধ করা যাবে না।’

বিজ্ঞাপন

নারীনেত্রী স্বপ্না তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিপিবির জেলা কমিটির সদস্য সিতারা শামীম, লালখান বাজার ওয়ার্ডের সদস্য উম্মে রায়হান সিজার, জেলা উদীচীর সহ সভাপতি বিধান বিশ্বাস, শিক্ষিকা সালমা জাহান এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

উল্লেখ্য, নিখোঁজের তিনদিন পর গত ২৭ অক্টোবর সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকায় বাসার পাশে ব্রিজ গলির বড় নালা থেকে মারজান হক বর্ষা (৭) নামে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে নগরীর কুসুমকুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় ব্রিজ গলির প্রবেশমুখের শ্যামল স্টোর নামে এক মুদির দোকানের কর্মচারী লক্ষণ দাশকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, শিশুটিকে দোকানের পেছনে গুদামে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লক্ষণ। এরপর লাশ বস্তায় ভরে ফেলে দেয় গুদাম সংলগ্ন নালায়।

সারাবাংলা/আরডি/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন