বিজ্ঞাপন

৯২’এর স্মৃতি ফেরাতে মরিয়া পাকিস্তান

November 12, 2022 | 2:12 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আগামীকাল মেলবোর্নের ফাইনালে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পূণরাবৃত্তি দেখা যাবে? নাকি প্রতিশোধ নিবে ইংল্যান্ড। ১৯৯২ সালে এই মেলবোর্নেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৩০ বছর পর আরেকটা বিশ্বকাপ ফাইনালে সেই মেলবার্নেই মুখোমুখি হচ্ছে দুই দল। এবার অবশ্য ওয়ানডে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, ১৯৯২ সালের সুখ-স্মৃতি ফিরিয়ে আনতে নিজেদের উড়ার করে দেবে তার দল।

বিজ্ঞাপন

আগামীকাল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। পাকিস্তান এবার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে ভাগ্যের জোড়ে। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ার কাছাকাছি চলে গিয়েছিল দলটি। কিন্তু দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলে ভাগ্যের জোড়ে সেমির টিকিট পেয়েছে বাবর আজমের দলের। ১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তানও এভাবে অনেক অনিশ্চয়তা কাটিয়ে ফাইনলে উঠেছিল। ফলে এবারের ফাইনালে বারবারই উঠে আসছে ৯২’এর প্রসঙ্গ।

ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশা আল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

সেমিফাইনালে উঠা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গও উঠল। বাবর বললেন দুই ম্যাচ হেরে বিপদে পড়ার চেয়ে তারপর টানা চার ম্যাচ দল যেভাবে পারফর্ম করে ফাইনালে উঠেছে সেটাই তার কাছে আকর্ষণীয় বিষয়।

বিজ্ঞাপন

বাবর বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন