বিজ্ঞাপন

যে দেশগুলোতে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা

November 13, 2022 | 4:07 pm

সন্দীপন বসু

ভিসা ছাড়াই শুধু পাসপোর্টের মূল্যায়নে পৃথিবীর ৪৯টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা। সম্প্রতি পাসপোর্টইনডেস্ক ডট অর্গ ওয়েবসাইট এক মূল্যায়নে এই তথ্য জানিয়েছে। সুপরিচিত এই ওয়েবসাইটটি আর্থিক খাতে সুপরিচিত পরামর্শক প্রতিষ্ঠান অরটন ক্যাপিটালের। ওয়েবসাইটটিতে বিভিন্ন দেশের পাসপোর্টের প্রভাব নিয়ে ১০০ পর্যন্ত যে তালিকা করা হয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান ৯৫তম।

বিজ্ঞাপন

পাসপোর্টইনডেস্ক ডট অর্গে দেওয়া তথ্যে ভিসা ছাড়া মোট ৪৯টি দেশের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে ভিসা ছাড়া ১৪টি দেশে, ৩২টি দেশে ‘অন অ্যারাইভাল ভিসায়’ এবং ৩টি দেশে শর্তসাপেক্ষে বিশেষ ভিসায় বাংলাদেশীরা ভ্রমণ করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া তালিকায় দেখানো হয়েছে ১৮৯টি দেশে বাংলাদেশীরা ঢুকতে গেলে আগাম ভিসার প্রয়োজন হবে।

পাসপোর্টইনডেক্স ডটঅর্গ আগাম ভিসা ছাড়াই অন্য দেশে ভ্রমণের সংখ্যার বিচারে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে। চলতি বছরের তালিকায় বিশ্বে সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হলো সংযুক্ত আরব আমিরাতের। আগাম ভিসা ছাড়াই দেশটির নাগরিকরা ১৭৭টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরের স্থানে যৌথভাবে আছে জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড আর দক্ষিণ কোরিয়ার নাম। আগাম ভিসা ছাড়াই দেশটির নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৭৩টি দেশে। তৃতীয় স্থানে থাকা দেশগুলোর নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৭২টি দেশ।

পাসপোর্টের প্রভাবের তালিকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। দেশটির নাগরিকদের বিশ্বের ৭২ দেশে প্রবেশে আগাম ভিসা প্রয়োজন হয় না। এরপর আছে ভুটান (৬৬), শ্রীলংকা (৫৫), নেপাল (৫৫), বাংলাদেশ (৪৯), পাকিস্তান (৪৪) এবং আফগানিস্তানের (৩২) নাম। শুধু এশিয়াই নয়, পাসেপোর্টের শক্তিমত্তার তলানিও আছে আফগানিস্তানের নাম। তলানিতে থাকা আরও কয়েকটি দেশ হলো- সিরিয়া (৩৯), ইরাক (৪০), পাকিস্তান (৪৪), সোমালিয়া (৪৪) ও ইয়েমেনের (৪৫) নাম।

বিজ্ঞাপন

পাসপোর্টইনডেস্ক ডট অর্গ ওয়েবসাইটটিতে ৪৯টি দেশের কথা বলা হলেও দেশগুলোর বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়নি। তবে পাসপোর্ট বিষয়ক র‌্যাংকিং এর আরেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ট্রাভলর‌্যাংক ডট অর্গ ও গাইডকনসালটেন্ট ডট কমে প্রকাশিত এক তালিকায় দেখা যায়- বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভিসা ছাড়াই বিশ্বের মাত্র ৩৫টি দেশ ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে এশিয়ার ৬টি, আফ্রিকার ১৪টি, উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০টি, ওশেনিয়ার ৫টি দেশে যাওয়া যাবে। এই দেশগুলোর নাম আছে ভিসা ইনডেস্ক ডট কম, ট্রাভলর‌্যাংক ডট অর্গ ও উইকিপিডিয়াতেও।

ট্রাভলর‌্যাংক ডট অর্গ এর তথ্য অনুযায়ী, যে দেশগুলোতে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা-

এশিয়া মহাদেশ

বিজ্ঞাপন

যে দেশগুলোতে ভিসা লাগে না: ভুটান, ইন্দোনেশিয়া

যে দেশে নামলেই মিলবে ভিসা: মালদ্বীপ, নেপাল, তিমোর-লেসোথে, শ্রীলংকা (ইলেকট্রনিক অনুমোদন)

আফ্রিকা মহাদেশ

বিজ্ঞাপন

যে দেশগুলোতে ভিসা লাগে না: গাম্বিয়া,

যে দেশে নামলেই মিলবে ভিসা: কেপ ভার্দে, কমরোস, গায়ানা-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সেইচেলেস, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো, উগান্ডা

উত্তর ও দক্ষিণ আমেরিকা

যে দেশগুলোতে ভিসা লাগে না: বাহামা, বার্বাডোজ, ডোমানিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, ত্রিনিদাদ ও টোবাগো

যে দেশে নামলেই মিলবে ভিসা: বলিভিয়া

ওশেনিয়া

যে দেশগুলোতে ভিসা লাগে না: ফিজি, মাইক্রোনেশিয়া, ভানুয়াতু

যে দেশে নামলেই মিলবে ভিসা: সামোয়া, টুভালু

অপরদিকে ভিসা ইনডেস্কের তথ্য অনুযায়ী কোন দেশ বাংলাদেশি নাগরিকদের কত দিনের ভিসা দেয় দেখে নিন-

১. বাহামা (দুই মাস)
২. বার্বাডোস (দুই মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে (অন এরাইভাল) এমন দেশগুলো হলো:

১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)

বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

সারাবাংলা/এসবিডিই/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন