November 14, 2022 | 3:01 pm
স্পেশাল করেসপন্ডেট
ঢাকা: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিসভা। কোভিড-১৯, ইউক্রেন- রাশিয়া যুদ্ধ আর চীনের পণ্য উৎপাদন কমিয়ে দেওয়া এই তিন কারণে আগামী বছরে সংকট দেখা দিতে পারে। এই সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোসহ ৬টি দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব একটি আন্তর্জাতিক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানান, কোভিড-১৯ রিকোভারি না করতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে। সেই সঙ্গে চীন পণ্য উৎপাদন কমিয়ে দিয়েছে। এই তিন কারণে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে ২০২৩ সালে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি নির্দেশনা দিয়েছেন।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে- খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ, খাদ্যের মজুদ ঠিক রাখা এবং খাদ্য আমদানিতে উৎস কর বাতিল করা।
সারাবাংলা/জেআর/এমও