বিজ্ঞাপন

‘দখলদার’ হটিয়ে ৫ সরকারি বাড়ি উদ্ধার

November 15, 2022 | 6:53 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পাঁচটি সরকারি বাড়ি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা অভিযানে বাড়িগুলো দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছেন এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

উচ্ছেদের সময় গণপূর্ত অধিদফতরের উপ বিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপ সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়া এবং বিদ্যুৎ, গ্যাস, সরকারি আবাসন অধিদফতরের প্রতিনিধি ও শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘পাঁচটি সরকারি বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। বিভিন্ন জন দখলে রেখে বাড়িগুলো ব্যবহার করছিল। আমরা অভিযান চালিয়ে শান্তিপূর্ণভাবে দখলদারদের উচ্ছেদ করে বাড়িগুলো উদ্ধার করে গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের ১৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি বাড়িগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান উমর ফারুক।

জেলা প্রশাসনের হিসেবে, পাঁচটি সরকারি বাড়ি থেকে দখলদারদের উচ্ছেদের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকার ১২৮ শতক ভূমি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন