বিজ্ঞাপন

১৬ লাখ টাকার সোনাসহ পাসপোর্ট যাত্রী আটক

November 17, 2022 | 3:55 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বেনাপোল: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ২৩২ গ্রাম ওজনের দুই পিস সোনাসহ রিপন (৪৪) নামের এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক আসামি হলেন- মুন্সিগঞ্জের হারিদিয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ সোনার চালান নিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় রিপন বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে প্রবেশ করলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে সে ইমিগ্রেশনে প্রবেশ করলে তার গতিরোধ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে থেকে ২৩২ গ্রাম ওজনের দুই পিস সোনা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন