বিজ্ঞাপন

বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের

November 18, 2022 | 2:35 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। ১৯ বার শেখ হাসিনার ওপর প্রাণনাশী হামলা হয়েছে। তাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবে, আপস করাবে— এমন সুযোগ নেই।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় বিজয় মিছিল করবে বলে বলেছিল। এখন বলে আমরা সমাবেশ করব, অনুমতি চাই। মুখে বলছে রক্ষণাত্মক শোডাউন, অন্তরে বলছে আক্রমণাত্মক শোডাউন। কিন্তু কোনো লাভ হবে না। শেখ হাসিনা কত জনপ্রিয় তা নির্বাচনেই প্রমাণ হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কখনও সরকারের উন্নয়ন দেখে না। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। জ্বালায় জ্বালায় মরছে বিএনপি। দলটি যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশ কখনোই অনিশ্চয়তার দিকে যাবে না।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা বিএনপি নির্বাচনে টের পাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এই তো ক্ষমতায় এসে যাবো- এমন একটা ভাব ছিল। এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়। এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার। পলাশীর মীরজাফরের মতো ৭৫-এর মোশতাকও তিন মাস ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন