বিজ্ঞাপন

দিনাজপুরে আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর

November 19, 2022 | 12:12 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে (টিনের বাড়ি) এই ঘটনা ঘটে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ধারণা এই ঘটনায় আনুমানিক প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। এই অগ্নিকাণ্ডে প্রথমে আগুন নেভাতে পাশ্ববর্তী খানসামা ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে সেখানে উপস্থিত হয় বীরগঞ্জ ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মিরাজ আলী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগেই খানাসামা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছিল। আমরা দু’টি ইউনিয়ট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় সেখানে মূলত একটি টিনের সেড তার ভেতরেই দশটি রুম, খড়ের পাঁচটি গাদা, একটি ছাগলসহ মোট ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা ধারনা করছি এই আগুনের সূত্রপাত বিড়ি-সিগারেট থেকে হয়েছে। রাস্তার পাশেই যেহেতু খড়ের গাদা। কেউ হয়ত বিড়ি সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।’

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে যাদের তাদের মাঝে শুকনো খাবার ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। রাতের থাকার জন্য তাদের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন