বিজ্ঞাপন

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না’

November 20, 2022 | 6:30 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের যে আত্মার সম্পর্ক সেটা কেউ ছিন্ন করতে পারবে না।’

বিজ্ঞাপন

রোববার (২০ নভেম্বর) দুপুরে ‘সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের’ উদ্যোগে গরীভ-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। নগরীর বহদ্দারহাটে ট্রাস্টের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়েছে।

মাইজভাণ্ডার দরবার শরীফ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস ও লালন করে বলে মন্তব্য করে রাজীব রঞ্জন বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে শুধু আত্মার সম্পর্কই বিদ্যমান নয়, সংস্কৃতি, আচার আচরণ, খাবার, খেলাধুলা এমনকি আধ্যাত্মিক যে চিন্তা-চেতনা, তার মধ্যেও গভীর মিল রয়েছে। ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতীর সমাধি। অনেক বাংলাদেশী প্রতিবছর সেখানে যান। দুই দেশের মানুষের মাঝে এ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না।’

বিজ্ঞাপন

‘মাইজভাণ্ডারী ট্রাস্টের কর্মকাণ্ড মানবতার জন্য। ট্রাস্টের নানা উদ্যোগে প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষা সহায়তা পাচ্ছে, চিকিৎসার জন্য অসহায়রা অর্থ পাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ সহায়তা দিচ্ছে ট্রাস্ট। ট্রাস্টের কাজ প্রশংসনীয় এবং অনুকরণীয়।’- বলেন রাজীব রঞ্জন

অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিষদের ট্রাস্টি সৈয়দ হাসান মাইজভাণ্ডারী বলেন, ‘ভারত বাংলাদেশের পরম বন্ধু। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান ভোলার মতো নয়। দুই প্রতিবেশি দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা আরো অনেকদূর এগিয়ে যাবে।’

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.ইফতেখার উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, ট্রাস্টের সচিব এ ওয়াই এম ডি জাফর বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন