বিজ্ঞাপন

আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

November 21, 2022 | 12:01 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই খারাপ সময়ের মধ্যে দেখুন কেউ কথাও বলতে পারে না। পেশাজীবী যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে। এই যে দেখেন কতটা দূর্বল, কতটা মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলেছে সরকার যে, এখন তারা পিনাকী ভট্টচার্য, মুশফিকুল ফজল আনসারী— প্রবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করছে।’

‘প্রকৃতপক্ষে এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই, প্রকৃতপক্ষে তারা সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা অতীতে সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একেবারে মানুষের ভাষাগুলো বুঝতে পারছে না, তারা মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজত্ব, কিংডম, মনার্ক। বাংলাদেশ তো মনার্কি না। এই দেশ একটা প্রজাতন্ত্র। এ দেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রত্যেকটি মানুষের নাগরিকের অধিকার আছে রাজনীতি করার, সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা (আওয়ামী লীগ সরকার) দখল নিতে চায়। দুইটা জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে। একটা হচ্ছে সন্ত্রাসী- সবকিছু ভয় দেখিয়ে মেরে-কেটে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে- লুট, লুটেরা সব চুরি করতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের এখানে চিকিৎসকরা আছেন, উনারা ভালো জানেন স্বাস্থ্য খাতের কি অবস্থা? স্বাস্থ্য খাত ভেঙে গেছে। হাসপাতাল তো নেই। হাসপাতালে গেলে এখন মরার কথা চিন্তা করতে হয়। দ্যাটস দ্য ট্রুথ। আবার বড় বড় গলায় বলে যে, আমরা করোনা জয় করেছি। করোনা এমন জয় করেছে যে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এইটুকু আমি বলতে চাই, আপনারা ধৈর্য রাখবেন, সাহস রাখবেন, সঠিক পথে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের সকলের মনে রাখতে হবে যে, আমরা এরশাদের স্বৈরাচারের সাথে লড়াই করছি না, আমরা আওয়ামী ফ্যাবিবাদের সঙ্গে লড়াই করছি। সুতরাং প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ আমাদের খুব হিসাব করে নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যৌথভাবে সামগ্রিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না তারেক রহমানের মতের বিরুদ্ধে, কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যৌথ নেতৃত্বের বাইরে। আমি দলের মহাসচিব যা কিছুই আমরা করি আমরা পুরোপুরিভাবে সব দায়িত্ব নিয়ে করি এবং সেটা তারেক সাহেবের নেতৃত্বের নির্দেশে করি ।’

ব্রাক্ষণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে ‘পুলিশ’র গুলিতে নিহত ছাত্রদলের নেতা নয়ন মিয়ার হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যাান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশর (ইউট্যাব) সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন