বিজ্ঞাপন

‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়ছে না’

November 21, 2022 | 5:46 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লেও এখনই গ্রাহক পর্যায়ে বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলেও গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহক পর্যায়ে যাচাই-বাছাই চলছে। আমাদের এখানে জেনারেশন করতে গিয়ে বিদ্যুতের দাম বেড়ে গেছে। সেইসঙ্গে তেল, গ্যাসের দাম বাড়তিই। সেজন্য বিদ্যুতের দামটা সমন্বয় করার ঘোষণা দিয়েছে বিইআরসি।’

নসরুল হামিদ বলেন, ‘গ্রাহক পর্যায়ে কতটুকু পড়বে তা এখনই বলা যাচ্ছে না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চাই।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পাইকারি পর্যায়ে দাম বাড়ানো নিয়ে মনে হয় না কোনো শঙ্কা আছে। কারণ, মাঠ পর্যায়ে এর কোনো প্রভাব পড়ার কথা না। গ্রাহক পর্যায়ে আদৌ দাম বাড়ানো হবে কিনা তা বিআইরসি যাচাই-বাছাই করে দেখে সিদ্ধান্ত জানাবে।’

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ আমরা মোটামুটি সমন্বয় করে ফেলেছি। আমরা মোটামুটি ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন