বিজ্ঞাপন

কাল নয়, ২৭ নভেম্বর দেশ ফিরবেন রওশন

November 23, 2022 | 5:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নয়, রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরবেন। ওই দিন দুপুর ১২ টা ১০ মিনিটে দেশে ফিরবেন তিনি। বুধবার (২৩ নভেম্বর) রওশন এরশাদের পিএস আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, রওশন এরশাদের ঘনিষ্টজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রওশন এরশাদের দেশে ফেরার কথা থাকলেও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকায় চিকিৎসক তাকে ছাড়পত্র দেননি। বিমানে ওঠার জন্য যেরকম শারীরিক সুস্থতা প্রয়োজন তা রওশন এরশাদের নেই। এ কারণেই মূলত আগামীকাল দেশে ফিরছেন না তিনি।

উল্লেখ্য, গত বছর ১৪ আগস্ট বার্ধক্যজনিত নানান রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭৫ দিন চিকিৎসাধীন থাকেন তিনি। পরে অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ৫ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন