বিজ্ঞাপন

কক্সবাজারে মুমিনুল-শান্তদের হতশ্রী ব্যাটিং

November 29, 2022 | 9:44 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ডিসেম্বরে ভারতের জাতীয় দলের বিপক্ষে সিরিজ। ফলে তার আগমুহূর্তে ‘এ’ দলের সিরিজে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকেই রাখা হয়েছে যারা কিনা ভারত সিরিজের দলে থাকতে পারেন। টেস্ট খেলুড়ে মোট আটজন ক্রিকেটারকে রাখা হয়েছে ‘এ’ দলে। তবুও হতশ্রী ব্যাটিং!

বিজ্ঞাপন

ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে মাত্র ১১২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস। সাত নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত একাই করেছেন ৮৮ বলে ৬৩ রান। তা না হলে হয়তো একশ  পেরুনোও হতে না! পর বিনা উইকেটে ১২০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত ‘এ’ দলের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও অভিমন্যু ঈশ্বরণ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয়দের পেসের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশি ব্যাটাররা। দুই পেসার মুকেশ কুমার ও নবদীপ সাইনিকে সামলাতেই পারেনি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা বাংলাদেশের ব্যাটাররা।

সাইনির ফুল লেংথের বল ঘুরিয়ে খেলতে গিয়ে বোল্ড মাহমুদুল হাসান জয়। ফেরার আগে ৯ বলে করেছেন ১ রান। জাকির হাসান মুকেশের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। খানিক বাদে মুকেশের বল ছেড়ে দিয়ে সরাসরি বোল্ড সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সব সংস্করণ মিলিয়ে গত ১৬ ইনিংসে এ নিয়ে ১১ বার এক অঙ্কের ঘরে আউট হলেন মুমিনুল।

বিজ্ঞাপন

খানিক বাদে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিরেছেন পাঁচ বলের ব্যবধানে। যাতে দলীয় ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’। সাতে নেমে সেখান থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রতিরোধ। ৫৪ বলেই ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক। বাঁহাতি স্পিনার সৌরভ কুমারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৬৩ রান। ইনিংসে চার মেরেছেন ৬টি, ছক্কা ৩টি।

মোসাদ্দেক ফেরার পর স্বাগতিকদের ইনিংস আর বেশিক্ষণ টিকেনি। ৪৫ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। সাইনি ২১ রানে ৩ উইকেট নেন। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন মুকেশ। বাঁহাতি স্পিনে সৌরভ কুমার ২৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের লেজ মুড়িয়ে দিয়েছেন।

পরে ভারত ‘এ’ দলের দুই ওপেনার জয়সোয়াল ও অভিমন্যু ঈশ্বরণ দিনের বাকি সময় কাটিয়ে দিয়েছেন নির্বিঘ্নে। ২৬.৪ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করেন দুজন। জয়সোয়াল ফিফটি পূর্ণ করেন ৮৬ বলে, ঈশ্বরণ ৯১ বলে। জয়সোয়াল ৬১ রানে অপরাজিত, ঈশ্বরন ৫৩ রানে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন