বিজ্ঞাপন

২১ বছর আগে সবজি বিক্রেতাকে খুনের দায়ে মৃত্যুদণ্ড

November 30, 2022 | 8:30 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রায় ২১ বছর আগে চট্টগ্রাম নগরীতে এক সবজি বিক্রেতাকে গুলি করে খুনের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী সেকান্দর আলী জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ শুক্কুর এবং যাবজ্জীবন সাজা পাওয়া আবুল কালাম পলাতক আছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

২০০২ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় পূর্ব বিরোধের জেরে সবজি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় ইদ্রিসের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন