বিজ্ঞাপন

ব্যাটিং রাজত্বের দিনে ইংল্যান্ডের রেকর্ড

December 1, 2022 | 10:39 pm

স্পোর্টস ডেস্ক

খেলাপ্রেমীদের মনোযোগ এখন ফুটবলে। কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তবে এর মধ্যে ক্রিকেট রোমাঞ্চ কিন্তু থেমে নেই। বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এসেছে ভারত। পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলতে গেছে অস্ট্রেলিয়ায়। বড় দলগুলোর ক্রিকেটে তাকালে আজকের দিনটা ছিল ব্যাটারদের।

বিজ্ঞাপন

পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে রান উৎসব চলছে ইংল্যান্ডেরও। পাকিস্তানি বোলারদের পিটিয়ে টেস্টে এক দিনে সর্বোচ্চ রান তোলার রেকডই গড়ে ফেলেছেন ইংলিশ ব্যাটাররা।

১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড। ফলে এই সিরিজ নিয়ে পাকিস্তানিদের আগ্রহটা বেশিই। তবে পাকিস্তানিদের জন্য প্রথম দিনটা মোটেও উপভোগ্য হলো না।

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৫০৬ রান তুলে আজ প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে অতীতে প্রথম দিনে পাঁচশর বেশি রান উঠেনি কখনোই। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শাহিন শাহ আফ্রিদিহীন পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্টকে স্রেফ নাচিয়ে ছেড়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের চার ব্যাটার। এটাও রেকর্ড। টেস্ট ইতিহাসে অতীতে ম্যাচের প্রথম দিন চার সেঞ্চুরি হয়নি কখনোই। বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির ওপেনিং জুটিত উঠেছে ২৩৩ রান। এর মধ্যে প্রথম সেশনেই ১৭৪ রান তুলেছেন দুজন। এটাও রেকর্ড। টেস্টের প্রথম সেশনে অতীতে এতো রান উঠেনি কখনোই।

ইংল্যান্ডের দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। তিনে নামা ওলে পোপও সেঞ্চুরি পেয়েছেন। চারে নেমে জো রুট ২৩ রান করে আউট হন। তবে পাঁচে নেমে হ্যারি ব্রোকস ৮১ বল খেলে ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। ১১১ বলে সর্বোচ্চ ১২২ রান করেছেন ক্রাউলি। বেন ডাকেট ১১০ বল খেলে করেছেন ১০৭ রান। ১০৪ বলে ১০৮ রান করেছেন ওলে পোপ।

পাকিস্তানের পক্ষে ২৩ ওভারে ১৬০ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন জাহিদ মাহমুদ।

বিজ্ঞাপন

ওদিকে, পার্থে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাঁদিয়েছেন মার্নাস লাবুশনে ও স্টিভেন স্মিথ। পার্থ টেস্টে আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৯ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। তবে তারপর থেকেই চলছে অজি দাপট।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্নাস লাবুশনে ও স্টিভেন স্মিথ দুজনই ডাবল সেঞ্চুরি করেছেন। ৩৫০ বলে ২০টি চার ১টি ছয়ে ২০৪ রান করে আউট হয়েছেন লাবুশনে।

৩১১ বলে ১৭টি চারের সাহায্যে স্মিথের রান ২০০ পূর্ণ হতেই প্রথম ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৫৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন অজিরা। পরে বিনা উইকেটে ৭৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন