বিজ্ঞাপন

ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেই দানি আলভেসের রেকর্ড

December 3, 2022 | 1:07 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৯ বছর বয়সী দানি আলভেস। ম্যাচটিতে খেলতে নেমেই রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা হলো দানি আলভেসের। অধিনায়ক হিসেবেও যে সবচেয়ে বয়স্ক তিনি, সে কথা বলা বাহুল্য।

বিজ্ঞাপন

একই রেকর্ড চলতি বিশ্বকাপেই গড়েছিলেন থিয়াগো সিলভা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে থিয়াগো সিলভা খেলতে নেমেছিলেন ৩৮ বছর বয়সে। তবে মাত্র দুই ম্যাচ পরই এ রেকর্ড আর তার তার দখলে থাকল না। দানি আলভেস ৩৯ বছর ২১০ দিন বয়সে মাঠে নেমে নিজের করে নিলেন রেকর্ডটি।

দানি আলভেস এ নিয়ে বিশ্বকাপ খেলেছেন তিনটি। ২০১০ সালে বিশ্বকাপে অভিষেক হয় তার। ২০১৪ সালের বিশ্বকাপেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে ইনজুরিতে পড়ে ২০১৮ সালের বিশ্বকাপ খেলতে পারেননি।

দানি আলভেসের বর্তমান ক্লাব মেক্সিকোর ইউএনএম পুমাস। ৩৯ বছর বয়সে বিশ্বকাপ দলে ডাক পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু ব্রাজিল দলের কোচ তিতে দলের রাইটব্যাক হিসেবে দানিলোর পর দানি আলভেসের উপরেই আস্থা রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন