বিজ্ঞাপন

চোট পেয়ে হাসপাতালে রোহিত

December 7, 2022 | 1:19 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন রোহিত শর্মা। স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ককে।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। দ্বিতীয় ওয়ানডেতে রোহিত ব্যাটিং করতে পারবেন কিনা তা অবশ্য এখানো জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশি ওপেনার এনামুল হক বিজয়। ক্যাচ নিতে পারেননি রোহিত, উল্টো হাতে আঘাত পেয়েছেন।

সাথে সাথেই মাঠ থেকে উঠে যেতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। পরে স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ককে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন