বিজ্ঞাপন

নয়া পল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার, গ্রেফতার ৩ শতাধিক

December 8, 2022 | 12:05 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর অভিযান চালিয়ে অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি ঢাকা মহানগর পুলিশের। একইসঙ্গে অভিযানে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘জনগণের সেফটি এবং সিকিউরিটিকে যারা নষ্ট করতে চায় তাদের কোনোভাবে ঢাকা মহানগর পুলিশ ছাড় দেবে না। এরই অংশ হিসেবে আমরা দেখলাম জনগণের জানমালের জন্য হুমকির মতো কার্যক্রম হচ্ছে নয়াপল্টন এলাকায়। শুধু তাই নয়, পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপের পর আমরা অভিযান চালিয়েছি। নয়াপল্টন থেকে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করেছি। অসংখ্য সন্ত্রাসী গ্রেফতার করেছি। এছাড়া অসংখ্য বোমাও উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপির কার্যালয়ে অভিযান ও তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও ককটেল পাওয়া গেছে। এ ছাড়া পৌনে দুই লাখ পানির বোতল, প্রায় দুই লাখ নগদ টাকা ও ১৬০ বস্তা চাল পাওয়া গেছে। তারা এসব খাদ্যদ্রব্য এনেছিলেন যাতে নেতাকর্মীরা এখানেই রান্না করে খেয়ে দেয়ে থাকতে পারেন।’

সেখানে অভিযান চালিয়ে অন্তত ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন