বিজ্ঞাপন

চট্টগ্রামে মিছিল থেকে গাড়ি ভাংচুর-আগুন

December 8, 2022 | 12:11 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির কর্মীরা মশাল নিয়ে ঝটিকা মিছিল বের করেছিল। তবে কারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানায় জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমাসের মোড় থেকে ওয়াসার মোড় অভিমুখী একটি মশাল মিছিল থেকে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি গাড়ি এলোপাতাড়ি ভাংচুর করে মিছিলকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যান। মিছিলকারীরা ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিচ্ছিল।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘১০-১৫ জন মিলে হঠাৎ মিছিল বের করে। তাদের হাতে মশাল ছিল। তারা দুটি প্রাইভেটকার ভাংচুর করেছে। কারা এটা করেছে সেটা আমরা খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

তবে গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন