বিজ্ঞাপন

৩ ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের তদন্ত কমিটি

December 8, 2022 | 12:20 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে কমিটি অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানের স্বার্থে যাদের সঙ্গে পত্র যোগাযোগ করা প্রয়োজন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারা কাজ শুরু করেছেন। পাচার অর্থ ফেরত আনার জন্য বিশেষ কিছু দেশের সঙ্গে চুক্তি করা যায় কি না, সেজন্য একটি কমিটি কাজ করছে।’

মাহবুব হোসেন বলেন, ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (ইউএনসিএসি) আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২’ উদযাপন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠান ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং বিশেষ অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এসজে/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন