বিজ্ঞাপন

শান্ত-জাকিরকে হারিয়ে বাংলাদেশের প্রথম সেশন শেষ

December 22, 2022 | 11:43 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

মিরপুর টেস্টে আগে ব্যাটিং পেলে ৩৫০ রানের বেশি তোলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালন ডোনাল্ড। টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিং পেয়েছে, তবে ৩৫০ পেরুতে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৮২/২।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা একেবারে মন্দ হয়নি। প্রথম ৫০ মিনিট বেশ ভালো ভাবেইকাটিয়ে দিয়েছিলেন দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। বিপত্তি ঘটে তারপর।

দলীয় ৩৯ রানের মাথায় ফিরে যান দুজনই। জয়দেব উনাদকাটের অতিরিক্ত বাউন্স বল সামলাতে না পেরে চতুর্থ স্লিপে ক্যাচ দেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান জাকির হাসান। ফেরার আগে ৩৪ বলে ১টি চারের সাহায্যে ১৫ রান করেন তিনি।

খানিক বাদেই ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে এলবিডব্লিউয়ের ফাঁদে পরার আগে শান্ত করেছেন ৫৭ বলে ২৪ রান। দুই ওপেনার ফেরার পর প্রথম সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান এবং ৬ মাস পর একাদশে ফেরা মুমিনুল হক সৌরভ সেশনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম সেশনের খেলা শেষ হওয়ার সময় ৪০ বলে ৪টি চারের সাহায্যে ২৩ রানে অপরাজিত মুমিনুল হক। সাকিব ১টি করে চার ছয়ে ৩৭ বলে ১৬ রানে অপরাজিত।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন