বিজ্ঞাপন

দলে ফিরেই মুমিনুলের দারুণ ফিফটি

December 22, 2022 | 1:40 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চলতি বছরের মে মাসে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মুমিনুল হক। অফ ফর্মে থাকা মুমিনুল দল থেকেও বাদ পরেন জুনে। প্রায় ছয় মাস পর ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে একাদশে ফেরেন এক সময়কার বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার। ফিরেই দারুণ এক ফিফটি তুলে নিলেন মুমিনুল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। তিন নম্বরে ব্যাটিং করতে নামা মুমিনুল শুরু থেকেই বেশ ভালো খেলছিলেন।

সাবলীল ব্যাটিংয়ে বুঝাই যাচ্ছিল না তিনি অফ ফর্মে আছেন। ৯টি চারের সাহায্যে ৭৮তম বলে ফিফটি পূর্ণ করেছেন মুমিনুল।  ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে সর্বশেষ টেস্ট ফিফটি পেয়েছিলেন মুমিনুল। ইনিংসের হিসেবে ১২ ইনিংস আগে।

বিজ্ঞাপন

গত জুনে দল থেকে বাদ পরার পর পারফর্ম অবশ্য করতে পারেননি মুমিনুল। গত বিসিএলে সেভাবে ব্যাট হাসেনি মুমিনুলের। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেও রান পাননি।

সদ্য শেষ হওয়া সিলেট ও কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে মুমিনুলের চারটি ইনিংস ছিল যথাক্রমে- ৪, ১৭, ১৫ ও ৬। তারপরও অভিজ্ঞতা বিচারেই হয়তো একাদশে ডাকা হলো মুমিনুলকে।

বিজ্ঞাপন

তরুণ ইয়াসির আলি রাব্বি সুযোগ পেয়ে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসের একটিতেও ভালো করতে পারেননি। ইয়াসিরকে বসিয়ে তার জায়গায় ঢাকা টেস্টে সুযোগ দেওয়া হয়েছে মুনিনুলকে। সুযোগটা দারুণ ভাবেই কাজে লাগালেন অভিজ্ঞ মুমিনুল।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন