বিজ্ঞাপন

২ শিশুকে নিয়ে পালাচ্ছিলেন জাপানি মা, বিমানবন্দরে ধরা

December 24, 2022 | 4:10 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আদালতের নির্দেশ অমান্য করে আলোচিত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে জাপানে পালিয়ে যাচ্ছিল তাদের মা নাকানো এরিকো। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের কাগজপত্র দেখে তাদের ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে দুই শিশুর বাবা ইমরান শরীফ শনিবার (২৪ ডিসেম্বর) সারাবাংলাকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা আছে, দুই শিশুকে কখনোই তাদের মা জাপানে নিয়ে যেতে পারবেন না। তাদের মা এ বছরের মাঝামাঝি উচ্চ আদালতে একটি রিট করেছিলেন। সেখানে গ্রীষ্মের ছুটিতে দুই শিশুকে জাপানে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন। এরপর থেকে দুই শিশু কখনো মা আবার কখনো বাবার জিম্মায় ঢাকায় বড় হচ্ছিলেন।’

তিনি বলেন, ‘গতকাল আমার কাছে একটি সংবাদ আসে যে, আমার দুই মেয়েকে নিয়ে জাপানে পালানোর উদ্দেশে বিমানবন্দরে গেছেন তাদের মা। বিষয়টি তৎক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে তাদের আটকে দেয়। এরপর আমি উচ্চ আদালতের নির্দেশনার কাগজপত্র নিয়ে গেলে তাদের ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।’

ইমরান শরীফ বলেন, ‘এতদিন যে আশঙ্কা করছিলাম সেটাই প্রমাণ হলো। বিষয়টি আদালতের নজরে আনা হবে। আদালত বন্ধ থাকায় আগামী সোমবার বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চে উঠানো হবে। গতকাল আটকাতে না পারলে দুই শিশুকে নিয়ে চলে যেত। কোনো দিন আর ফেরত আনা সম্ভব হতো না। জাপানি আদালতও দুই শিশুকে জাপানে রেখে দেওয়ার পক্ষে রায় দিতো। এর আগেও এরকম বহু উদাহরণ রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘গতকাল রাত ১২টা ১২টি মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে যাওয়ার জন্য নাকানো এরিকো নামে জাপানি এক নারী দুই শিশুকে নিয়ে এসেছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা তারা অমান্য করছে- এমন খবরের ভিত্তিতে প্রথমে তাদের আটকে দেওয়া হয়। এরপর উচ্চ আদালতের কাগজপত্র দেখার পর আর তাদের ফ্লাইট ধরতে দেওয়া হয়নি। তাদের ফেরত পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

দুই শিশু এখন কোথায় আছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ফেরত পাঠিয়েছি। তবে তারা কোথায় আছে সেটি বলতে পারছি না।’

দুই শিশুকে কোথায় রাখা হয়েছে জানতে চাইলে বাবা ইমরান শরীফ বলেন, ‘মেঝ মেয়ে লাইলা লিনা (১০) বিমানবন্দরে আমাকে দেখে দৌড়ে আসে এবং গাড়িতে ওঠে। এরপর গতকাল থেকে আমার কাছে রয়েছে। আর বড় মেয়ে জেসমিন মালিকা (১১) মায়ের কাছে রয়েছে। আমরা আজ মায়ের বাসায় (বারিধারা) গিয়েছিলাম। কিন্তু তিনি বের হননি।’

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কিভাবে পালিয়ে যাচ্ছিলেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আগের পাসপোর্ট বাদ দিয়ে ওই মা নতুন পাসপোর্ট তৈরি করেছেন। জাপানি দূতাবাস এই পাসপোর্ট তৈরি করে দিয়েছে বলে জেনেছি। সবকিছু আদালতের নজরে আনা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন