বিজ্ঞাপন

কাল দিনের শুরুতেই ভারতকে কুপোকাত করতে চায় বাংলাদেশ

December 24, 2022 | 6:39 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

মিরপুরের শেষ বিকেলটা হলো বড্ডই মধুর। পৌষের শুরুতে মিস্টি রোদে বিকেল এমনিতেই সুন্দর। তারপর মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানরা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচে যেভাবে বল হাতে দুর্বার হয়ে উঠলেন তাতে বিকেলটা হয়ে উঠল যেন মধুময়! শেষ বিকেলের স্পিন জাদুতে ভারতের বিপক্ষে টেস্ট জয়ের সম্ভবনা জাগিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রানে থামলে দুই ইনিংস মিলিয়ে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৫ রান। এই রান আবার তেমন কী- এটাই মনে হওয়ার কথা। কিন্তু এই পুঁজি নিয়েই ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। শেষ বিকেলে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করতে নামলে ৩৭ রানেই চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফিরে গেছেন শুভমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি।

৪ উইকেটে ৪৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শেষ করেছে ভারত। অর্থাৎ জিততে হলে সফরকারীদের আরও ১০০ রান করতে হবে। ৩৭ রানে চার উইকেট হারানো ভারতের জন্য কাজটা নিশ্চয় কঠিন। কারণ পিচে বাড়তি টার্ন পাচ্ছেন বাংলাদেশি স্পিনাররা। বাউন্সও উঠা নামা করছে। লিটন কুমার দাসের মতে, এই মুহূর্তে ম্যাচে বাংলাদেশই এগিয়ে।

শনিবার (২৪ ডিসেম্বর) দিনের খেলা শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেছেন, কাল দিনের শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতকে আরও চেপে ধরতে চায় বাংলাদেশ। জয়ের জন্য কাল সব কিছুই করবেন স্বাগতিকরা, বলে গেলেন লিটন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে টেস্ট দলের সহ-অধিনায়ক বলেন, ‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে। আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। তবে যে স্কোর দাঁড় করেছি, এখনও তাদের ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য আমাদের জয়ের জন্য যথেষ্ট।’

টপাটপ উইকেট হারাতে থাকা ভারত আজ শেষ বিকেলে নিচের দিকের ব্যাটারদের ক্রিজে পাঠিয়েছে। স্পিনার অক্ষার প্যাটেল ও পেসার জয়দেব উনাদকাট দিন শেষে অপরাজিত আছেন। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন দুই স্বীকৃত ব্যাটার শ্রেয়াস আয়ার ও রিশভ পন্ত।

বিজ্ঞাপন

কাল শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতীয়দের চাপ বাড়াতে চান বললেন লিটন, ‘আমি মনে করি অবশ্যই আমাদের জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি…… এরপর রিশভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে (শুরুতে উইকেট নিলে) চাপে থাকবে।’

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন