Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২১:৫৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১২:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পথে যাবেন বলে হুঁশিয়ার করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বৈদ্যুতিক ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদেরও ঘোষণা দিয়েছেন মেয়র।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর আন্দরকিল্লায় চসিকের পুরানো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নির্বাচিত পরিষদের ২৩ম সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের বিষয় জানান।

সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অনুমতি ছাড়া ওয়াসা রাস্তা কাটলে দায়িত্বরত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। যদি আবাসিক খাতে সংযোগের জন্য রাস্তা কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বাড়ি কিংবা ভবনের মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া রাস্তা কাটার জন্য ওয়াসাকে অনুমতি দেয়া হলেও কাজের সময় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে অবহিত করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সড়কে, পাড়া-মহল্লায় ওয়াসার পানির কলগুলো আবারও সচল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিনা নোটিশে ওয়াসা রাস্তাঘাট থেকে পানির কলগুলো তুলে নিচ্ছে। বস্তিবাসী এবং যাদের বাসায় ওয়াসার সংযোগ নেই, তারা পানির জন্য ভোগান্তিতে পড়ছে। এজন্য নষ্ট এবং তুলে নেয়া পানির কলগুলো আবারও সচল করতে হবে।’

অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা হবে জানিয়ে সভায় মেয়র করেন, ‘এসব রিকশার কারণে দূর্ঘটনা বাড়ছে। পুলিশের সঙ্গে আলোচনা করে এসব রিকশা উচ্ছেদে অভিযান চালানো হবে। যেসব সিএনজি অটোরিকশার লাইসেন্স শুধুমাত্র গ্রামে চলাচলের জন্য দেয়া হয়েছে, সেগুলো যাতে শহরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হবে।’

চসিকের সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ও আফরোজা কালাম এবং প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক।

সারাবাংলা/আইসি/  এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর