বিজ্ঞাপন

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারের বাবা ও ভাইকে জামিন

January 2, 2023 | 3:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও মো. হাবিবুর রহমান লাবু।

বিজ্ঞাপন

সোমবার (২ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালত এই আদেশ দেন।

এদিন আসামিরা আদালত আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায়  জামিন দেন আদালত। পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত আসামিদের জামিন বহাল থাকবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম।

বনজ কুমারের মামলায় এর আগে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার বিচারিক আদালতে আসামিরা জামিন আবেদন করেন।

বিজ্ঞাপন

এ মামলার অপর দুই আসামির মধ্যে বাবুল আক্তার গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন পলাতক।

গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন