December 17, 2017 | 2:15 pm
সারাবাংলা ডেস্ক
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গানের তালে শিরোপা উদযাপন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ব্রাভোকে আর দেখা যাবে না ক্যারিবীয়ান জার্সিতে। এমনটিই জানিয়েছেন এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল খেলা ব্রাভো। বিপিএল চলাকালীন জাতীয় দলে আর না খেলার আভাস দিয়েছিলেন বাংলাদেশের গণমাধ্যমকে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি ব্রাভোকে। অভিমান আর ক্ষোভ থেকেই ব্রাভোর এই সিদ্ধান্ত। জাতীয় দলের জার্সিতে আর না নেমে খেলবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।
ব্রাভো জানান, ‘এই টুর্নামেন্টগুলো আমার জন্য ক্রিকেট খেলার সুযোগ। যতদিন পারি, ক্যারিয়ার নিয়ে তাতেই আমি খুশি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচের কথা যদি বলি, আমাকে তো ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
অভিমানী ব্রাভো আরও জানান, ‘আমাকে যখন দল থেকে বাদ দেওয়া হয়, তখন আমি ফিট ছিলাম। আমার মনে হয় না এই ৩৪ বছর বয়সে আমার ফিরে আসার কোনো মানে থাকবে। আমার ভক্তদের আমার খেলা দেখার সুযোগ করে দেওয়াই এখন আমার প্রথম ও প্রধান কর্তব্য।’
গত সাত বছরে জাতীয় দলের হয়ে একটি টেস্টও খেলেননি ব্রাভো। সবশেষ ওয়ানডে খেলেছেন সেই ২০১৪ সালে। আর ক্যারিবীয়দের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৬’র সেপ্টেম্বরে। স্বদেশি কাইরন পোলার্ডের (৩৯৯) পর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো (৩৬৪)।
সারাবাংলা/এমআরপি/১৭ ডিসেম্বর ২০১৭