২ দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু
১৪ জানুয়ারি ২০২৩ ২৩:১৮
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দু’দিনের সফরে ঢাকায় এসেছেন।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে নয়াদিল্লী হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে ঢাকার পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র যাতে আর নিষেধাজ্ঞা জারি না করে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
ডোনাল্ড লু ঢাকা সফরকালে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোববার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ১২ জানুয়ারি থেকে ভারতে সফর করেছেন। সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, সম্পর্কের অগ্রাধিকারমূলক ইস্যুতে বৈঠক করতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করছেন। যেখানে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার বিশেষ গুরুত্ব পাবে।
এছাড়াও দুইপক্ষের সম্পর্ক আরও নিবিড় করতে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে বাংলাদেশ সফরে সহকারী মন্ত্রী ডোনাল্ড লু দেশটির জেষ্ঠ্য কর্মকর্তা এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে শ্রম এবং মানবাধিকার ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি জানবেন মন্ত্রী ডোনাল্ড লু।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মন্ত্রী ডোনাল্ড লু’র। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) পৃথক বৈঠক করবেন মন্ত্রী ডোনাল্ড লু।
রোববার দিবাগত মধ্যরাতে ডোনাল্ড লু’র ফিরে যাবার কথা রয়েছে।
সারাবাংলা/এসবি/এনএস