January 15, 2023 | 1:46 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক কারবারিদের তালিকা হাতে এসেছে। আরও যাচাই-বাছাইয়ের পর ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তালিকায় নাম উঠলেই যে অপরাধী, তা নয়। যাচাই-বাছাইয়ের পর যদি সঠিক ইয়াবা কারবারি হন তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, খুনসহ নানা অপরাধ দমনে কাজ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যেকোনো ধরণের অপরাধ ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে। সীমান্তে চোরাচালান বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত পরিস্থিতি যেভাবে আমরা মোকাবিলা করেছি। একইভাবে সব সংকটও মোকাবিলা করবো।’
এর আগে, সকাল ১০টায় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। এছাড়াও কমিটির সব সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে, সীমান্তে মাদক চোরাচালান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে আলোচনা হয়।
সারাবাংলা/এমও