বিজ্ঞাপন

অন্ধ্রপ্রদেশ থেকে সজনে ডাঁটা আমদানি শুরু

January 16, 2023 | 5:32 pm

লোকাল করেসপন্ডেন্ট

হিলি: দীর্ঘ ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। খাঁন ইন্টারন্যাশনাল নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এসব সজনে ডাঁটা আমদানি করে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ভারত থেকে সজনেবোঝাই একটি মিনি পিকাআপে করে ২ টন ৮০০ কেজি সজনে আমদানি হয় এই বন্দর দিয়ে।

এসব সজনে ডাটা ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

খাঁন ইন্টারন্যাশনাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, ‘দেশীয় সজনে এখনও বাজারে না আসায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে এই সজনের বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। সেই বাড়তি চাহিদা ও ভালো দামের কথা মাথায় রেখে ভারত থেকে সজনে আমদানি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রতি কেজি সজনের আমদানি বাবদ ২০ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হবে। দেশীয় সজনে না ওঠা পর্যন্ত এখন থেকে বন্দর দিয়ে নিয়মিত পণ্যটি আমদানি হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সজনে ডাঁটা কাঁচাপণ্য হওয়ায় দ্রুত খালাস করে আমদানিকারকরা যাতে বাজারজাত করতে পারে সে জন্য সবধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে নতুন এই সজনে আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব যেমন বাড়বে তেমনি বন্দরের দৈনন্দিন আয় বাড়বে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন