বিজ্ঞাপন

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

January 21, 2023 | 9:45 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে এখন চলছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। বাংলাদেশের মূল বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ খেলা চার ক্রিকেটার।

বিজ্ঞাপন

ফলে বিশ্বকাপ শেষে আর দেশে ফেরা হবে না দিশা বিশ্বাসসহ চার ক্রিকেটারের। থেকে যেতে হবে দক্ষিণ আফ্রিকাতেই। কারণ কদিন পরই সেখানে বসতে যাচ্ছে মূল দলের বিশ্বকাপ।

মূল দলে জায়গা পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের চারজন হলেন- অধিনায়ক দিশা বিশ্বাস, মারুফা আক্তার দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। চলতি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছেন তারা।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপ শুরুর আগে ৪ ও ৮ ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি গা গরমের ম্যাচও খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সুবহানা মুশতারি।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন