বিজ্ঞাপন

তাসফিয়ার জন্য রাস্তায় শিক্ষক-সহপাঠীরা

May 3, 2018 | 4:22 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।  

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: রহস্যজনক মৃত্যুর শিকার স্কুলছাত্রী তাসফিয়া আমিনের (১৬) জন্য রাস্তায় দাঁড়িয়েছেন তার শিক্ষক-সহপাঠীরা। তাসফিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা সড়কে অবস্থান নেন। এসময় তাসফিয়ার শিক্ষক-সহপাঠীদের অনেকে আবেগাক্রান্ত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (০৩ মে) দুপুরে নগরীর নাসিরাবাদে সানশাইন গ্রামার স্কুলের সামনে এই মানববন্ধন হয়েছে। তাসফিয়া ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এছাড়া মানববন্ধনে সংহতি জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক আব্দুল হালিম সিকদার ও মিজানুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা তাসফিয়ার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিজ্ঞাপন

বুধবার (০২ মে) সকালে নগরীর পতেঙ্গায়  নেভাল একাডেমির অদূরে ১৮ নম্বর ঘাট এলাকায় চোখ, নাক-মুখ থ্যাতলানো অবস্থায় তাসফিয়ার মরদেহ পায় পুলিশ।

প্রথমে পরিচয় নিশ্চিত না হলেও দুপুরে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

তাসফিয়া কক্সবাজার জেলা সদরের ডেইলপাড়া এলাকার মো.আমিনের মেয়ে। চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে তাদের বাসা।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্কুলছাত্রী তাসফিয়ার রহস্যজনক মৃত্যু, বন্ধু আটক

তাসফিয়ার রহস্যজনক মৃত্যু, খুনের মামলা বাবার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন