বিজ্ঞাপন

খুলনা জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

January 25, 2023 | 12:29 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে খুলনা জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে যুবলীগ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই দুই শাখায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

খুলনা জেলা যুবলীগের সভাপতি হয়েছেন চৌধুরী মো. রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগ।

খুলনা মহানগর শাখার সভাপতি হয়েছেন সফিকুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ শাহজালাল হোসেন সুজন।

যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটির নেতাদের আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান হয় যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন