বিজ্ঞাপন

ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

January 28, 2023 | 4:04 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর দু’টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দু’টি হলো সুখই সু-৩০ এবং মিরাজ ২০০০। এতে একজন পাইলট মারা গেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার (২৮ জানুয়ারি) অনুশীলন চলার সময় এ ঘটনা ঘটে। একটি বিমান মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হয়েছে। অন্যটি বিধ্বস্ত হয় ১০০ কিলোমিটার দূরে রাজস্থানের ভরতপুরে।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখই যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিলেন। মিরাজে ছিলেন একজন। দুটি যুদ্ধবিমানই এর আগে যুদ্ধে ব্যবহার করেছিলেন ভারতীয় বিমান বাহিনী। সুখই যুদ্ধবিমানের দুজন পাইলট বের হতে সক্ষম হলেও মিরাজ যুদ্ধবিমানের পাইলট মারা গেছেন।

দুটি যুদ্ধবিমানই শনিবার সকালে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে যুদ্ধবিমান দুটি মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন