বিজ্ঞাপন

বিএনপি নেতাদের হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রীর জনসভা দেখার আহ্বান

January 28, 2023 | 5:14 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: বিএনপি নেতাদের হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রীর জনসভা জনসংখ্যা দেখা বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেন প্রধানমন্ত্রীর জনসভায় লোক হবে না। তাদের বলতে চাই, আপনারা আসেন জনসভায় লোক দেখেন। প্রয়োজনে আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সরকারের অধীনে হবে। ওই সময় সরকারের কোনো ক্ষমতা থাকে না। একটা ওসি, ইউএনওকেও ট্রান্সফার করার ক্ষমতা থাকে না। পৃথিবীর কোনো দেশে ইভিএম ছাড়া ভোট হয় না। আছে শুধু পাকিস্তানে। বিএনপিতো তাদেরই অনুকরণ করবে। আগামী নির্বাচনেও তাদের কোনো সম্ভাবনা নেই। তাই বিএনপি নাচতে না জানলে উঠোন বাঁকা মতো আচরণ করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর অন্য দেশের ডিজিটাল মাধ্যমে ভোট হয়। আমাদের দেশ ডিজিটাল হয়েছে। জিয়ার সময় শ্লোগান ছিল ১০টি হোন্ডা ১০টি গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। ইভিএম হলে এই শ্লোগান আর কাজ হবে না। এজন্যই আমরা এটা দাবি জানিয়েছিলাম। ইভিএম আমদানির জন্য ১ মিলিয়ন ডলারের দরকার ছিল। মানুষের বর্তমান বাস্তবতার কারণে ইসি সেখান থেকে সরে আসছে। আমরা সেটি মেনে নেব। কারণ মানুষের জন্যই আওয়ামী লীগ। মানুষের কল্যাণে আমরা এটা মেনে নিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি ও অন্যান্য দলগুলো নির্বাচনের অংশগ্রহণ করুক। তারা ৫০টি দল মিলে জোট করেছে। আমরা বিএনপির সঙ্গে খেলে জিততে চাই। যেভাবে আমরা ২০০৮ ও ২০১৮ সালে খেলে জিতেছি। বিএনপি নির্বাচন নিয়ে ২০১৩ সালের মতো কোনোরকম অপচেষ্ঠা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘মাদ্রাসা ও ইদগাহ মাঠে সমাবেশ হবে। সেখানে ২২০টি মাইক। ১২টি এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশকে ঘিরে তরুণ ও নারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সমাবেশের জন্য ৫০০ শতাধিক ভনেল্টিয়ার রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘সকাল ৯টায় মাঠে নেতাকর্মীরা আসবেন। ৫ বছর পর প্রধানমন্ত্রী আসছেন। অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে। কিছু কাজ শুরু হয়ে গেছে। ১ লাখ নারী প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করেছেন। আমাদের আর কোনো চাওয়া নেই রাজশাহীসহ সকল জেলার লোকজন ধন্যবাদ জানাব।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন