বিজ্ঞাপন

পাঁচশ কোটির পথে পাঠান

January 31, 2023 | 1:23 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

চার বছর পর ফিরে এসে শাহরুখ খান বিশাল চমক দেখাচ্ছেন। এক ‘পাঠান’ দিয়ে বলিউডের বক্স অফিস ভেঙে-চুরে দিচ্ছেন। করছেন একের পর এক রেকর্ড। সে যাত্রায় ছবিটি পাঁচশ কোটি টাকার মালফলক ছুঁতে যাচ্ছে। এমনটাই জানাচ্ছে বলিউড বিষয়ক পত্রিকাগুলো।

বিজ্ঞাপন

দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’র প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে।

এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি। দ্বিতীয় দিন ‘পাঠান’ অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তথা সরস্বতী পূজার দিন ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক সিনেমা।

বিজ্ঞাপন

তৃতীয় ও চতুর্থ দিনেও ‘পাঠান’র সাফল্যের এই ধারা অব্যাহত রয়েছে। চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের সিনেমা। বিদেশে এই চার দিনে ‘পাঠান’র আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। পঞ্চম দিনে তা পাঁচশো কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম সিনেমা, যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম সিনেমা, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম সিনেমা, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন