বিজ্ঞাপন

‘যারা বুদ্ধি বেঁচে তারাই গণতান্ত্রিক ধারা ব্যাহতের চেষ্টা করে’

January 31, 2023 | 2:43 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পঞ্চদশ সংশোধনী করার ফলে দেশে একটা স্থিতিশীলতা এসেছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা কোনদিন ভোটেও জিততে পারবে না, কোনদিন জনগণের মুখোমুখি দাঁড়িয়ে রাজনীতি করার মতো সাহস যাদের নেই— আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে। যারা বুদ্ধি বেঁচেই জীবিকা নির্বাহ করে এবং তারাই গণতান্ত্রিক ধারাটা সবসময় ব্যহত করার চেষ্টা করে। এটা ওই বেঁচা পার্টিদের একটা প্রচেষ্টা, আমরা যুগযুগ ধরে দেখেছি।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০টায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণে এই আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ ১৪ বছরে আপনারা নিজেরাই হয়ত বিবেচনা করে দেখতে পারেন, কোনো মঙ্গা হয়নি উত্তরবঙ্গে। মানুষের ভাগ্য অনেক পরিবর্তন হয়েছে। আমরা ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি।’

আওয়ামী লীগ সরকারের মেয়াদে রংপুর বিভাগসহ সিটি করপোরেশন বাস্তবায়ন করার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা কিন্তু মানুষের জন্য কাজ করেছি। সিটি করপোরেশন করে দিয়েছি। সিটি করপোরেশনের মাধ্যমে এখন স্থানীয় জনগণ আর সুফল পাবে।’ এসময় পুনরায় জাতীয় পার্টির নব-নির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এবং মেয়র যেন নিবেদিতপ্রাণ হয়ে যেন কাজ করেন সেই আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সরকারপ্রধান বলেন, ‘আজকে বাংলাদেশে একটা স্থিতিশীলতা এসেছে। ২০০৯ থেকে ২০২৩ আজকের বাংলাদেশ বদলে গেছে। আজকে গৃহহীনদের আমরা ঘর করে দিচ্ছি। এসময় প্রধানমন্ত্রী সারাদেশেই গৃহহীন-ভূমিহীনদের জন্য জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং যেটা

শেখ হাসিনা বলেন, ‘গৃহহীন-ভূমিহীনদের জন্য জমিসহ ঘর নির্মাণের কাজ জাতির পিতা স্বাধীনতার পর শুরু করেছিলেন। আমরা সেই কাজ শেষ করতে যাচ্ছি। আরও ৪০ হাজার ঘর হচ্ছে। এই ঘরগুলো হলে পরে বলতে পারব বাংলাদেশে আর কোনো ভূমিহীন মানুষ থাকবে না। আমরা কিন্তু খোঁজ নেই না কে কোন দল করে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখেছি। দল-মত নির্বিশেষে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য করে দিয়েছি।’

মার্শাল’ ল জারি করে অবৈধভাবে ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়ে রায় দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যার ফলে আজ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। ক্ষমতায় কে থাকবে না থাকবে জনগণই যেন নির্বাচিত করতে পারে, সেটা নিশ্চিত করেছি।’

বিজ্ঞাপন

নির্বাচন যাতে স্বচ্ছ হয় তার জন্য মহাজোটের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাব করা হয়েছিল সে কথাও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রস্তাব ছিল ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশন আইন পাাস করে আইনের দ্বারা নির্বাচন কমিশন গঠন করা। এইভাবে আমরা নির্বাচনকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক করার বিষয় নিশ্চিত করেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি বারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে যখন ১৯৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ তখন ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। এর বাইরে কোনো বারই এভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় নাই।

রংপুর সিটি করপোরেশেনের মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। আর কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শপথ বাক্য অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলায়ের সচিব মোহাম্মদ ইব্রাহীম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন