বিজ্ঞাপন

ফাঁসির রায় শুনে আদালতে সেজদাহ করলেন আসামি

January 31, 2023 | 8:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে স্ত্রী ও ছেলে-মেয়েকে খুনের ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার রাকিব উদ্দিন আহম্মেদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ফাঁসির রায় শুনে কাঠগড়ায় সেজদাহ দেন তিনি। দুই হাত তুলে মোনাজাতও করেন। এসময় তিনি বলতে থাকেন, ভালো হয়েছে। আমি অনেক খুশি হয়েছি রায়ে।

রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মুন্না রহমান। তিনি বলেন, জুয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের এ বিষয়ে লেখার অনুরোধ জানান তিনি। উচ্চ আদালতেও এ সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি উচ্চ আদালতও এ রায় বহাল থাকবে।

বিজ্ঞাপন

রায় ঘোষণার আগে বিচারক বলেন, আসামি ঠাণ্ডা মাথায় তিন ব্যক্তিকে হত্যা করেছে। আদালত মনে করে, তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন। দণ্ডবিধির আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হলো।

সারাবাংলা/এআই/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন