বিজ্ঞাপন

চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করল সরকার

February 1, 2023 | 2:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

বিজ্ঞাপন

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ডি তে খরচ হবে ৬ লাখ ৫৭ হাজার ৯৬০ টাকা। প্যাকেজ সি তে খরচ আরও বাড়তে পারে। তবে তা বেসরকারি হজ এজেন্সি হাব নির্ধারণ করবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে একটি গাইডলাইন দেবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এবার খরচ বাড়াতে হয়েছে।

বিজ্ঞাপন

এবার বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। তবে বেসরকারি হজ এজেন্সিরা বলছেন, বিমান ভাড়া আরও কম হওয়া উচিত ছিল। এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব এর সভাপতি এম শাহাদাৎ হোসাইন তছলিম বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া বিমান সংস্থার ওপরে নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। যে কারণে তারা তাদের মুনাফার বিষয়টি মাথায় রেখে বিমান ভাড়া নির্ধারণ করে।

এর আগে গত ৯ জানুয়ারি সৌদি আরবে হজ চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল- রাবিয়াহ স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, এবার সরকারিভাবে ১৫ হাজার এবং বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবেন। এছাড়া হজ টিমের ( প্রশাসনিক ও মেডিকেল) সদস্য হিসেবে আরও ১ হাজার ২৭০ জন সৌদি আরবে যেতে পারবেন।

সিদ্ধান্ত অনুযায়ী এবার রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে সমাপ্ত হবে। হজযাত্রীদের অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিনেটেড থাকতে হবে। জেদ্দা দিয়ে ৭০ শতাংশ এবং মদিনা দিয়ে ৩০ শতাংশ হজযাত্রী আসা-যাওয়া করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বাড়িভাড়াসহ অন্যান্য কার্যক্রম ই- হজ ব্যবস্থাপনার আওতায় অনলাইনে হবে। এছাড়া এবার ৬৫ বছরের ওপরে বয়সীদের হজে গমনে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন