বিজ্ঞাপন

ঢাকাকে অল্পতেই আটকে রাখল রংপুর

February 3, 2023 | 9:46 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

হারলে নবম বিপিএলের প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে পরবে ঢাকা ডমিনেটরস। অন্যদিকে জিতলে প্লে অফের সমীকরণ সহজ হয়ে যাবে রংপুর রাইডার্সের। এমন হিসেব নিয়ে মাঠে নেমে ম্যাচের প্রথম ভাগে এগিয়ে থাকল রংপুর। আগে বোলিং করে ঢাকাকে ১৩০ রানেই আটকে রেখেছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে শুরু থেকেই ধুঁকেছে ঢাকা। বড় জুটি হয়নি। ১১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে শুরুতেই মেরুদণ্ড ভেঙে যায় দলটির। পরে আব্দুল্লাহ আল মামুন, অ্যালেক্স ব্লেক, আরিফুল হকরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি আবার ইনিংসও বড় করতে পারেননি।

শুরুতে বড় ধাক্কা খাওয়া ঢাকা পরেও অনেকটা নিয়েমিত বিরতিতে উইকেট হারিয়েছে। মিডল অর্ডারে ২৬ বলে ২ চার ১ ছয়ে ২৯ রান করা ঢাকার পক্ষে সর্বোচ্চ স্কোরার। ২৭ বলে ২৩ করেছেন আব্দুল্লাহ আল মামুন। অ্যালেক্স ব্লেক ১১ বলে করেছেন ১৮ রান।

শেষ দিকে বোলার শরিফুল ইসলাম ও আমির হামজারাও ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন। যেটা ঢাকাকে বলার মতো একটা জায়গায় পৌঁছাতে বড় অবদান রেখেছে। শরিফুল ১৩ বলে ১১ ও আমির হামজা ১১ বলে ১৫ রান করেছেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানে থেমেছে ঢাকা ডমিনেটরস।

বিজ্ঞাপন

রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে দুই উইকেট নিয়েছেন। হারিস রউফ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান, হাসান মাহমুদ ও মোহাম্মদ নাওয়াজও।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন