বিজ্ঞাপন

দুর্বার হৃদয়, অধিনায়ক মুশফিকের ব্যাটে রান

February 4, 2023 | 8:24 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

গত ম্যাচে হালকা ব্যথা পাওয়া সিলেট স্ট্রাইকার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ বিশ্রামে আছেন। তার অনুপস্থিতে সিলেটকে নেতৃত্ব দিতে মাঠে নামা মুশফিকুর রহিম জ্বলে উঠলেন ব্যাট হাতে। দুর্দান্ত ফর্মে থাকা তরুণ তাওহিদ হৃদয় খেলেছেন আবারও একটা চোখ ধাঁধানো ইনিংস। দুই মিলিয়ে বড় স্কোর পেয়েছে সিলেট।

বিজ্ঞাপন

নবম বিপিএলের ৩৬তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭০ রান তুলেছে সিলেট। শেষ ১০ ওভারে ১১৫ রান তুলেছেন দুজন!

শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সিলেটের শুরুটা অবশ্য ভালো হয়নি। রংপুরের আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন। নিজের প্রথম দুই ওভারই মেডেন দিয়েছেন তিনি।

ফর্মে থাকা ওপেনার নাজমুল হোসেন শান্ত বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। তার সঙ্গে ওপেনিংয়ে নামা তাওহিদ হৃদয়ের স্ট্রাইকরেটও শুরুতে ভালো ছিল না। দলীয় ৪৩ রানের মাথায় ২২ বলে ১৫ রান করে ফেরেন শান্ত। খানিক বাদে জাকির হাসান যখন ৭ বলে ৭ রান করে ফিরলেন তখন সিলেটের রান ৫৯, ততোক্ষণে ১০.৪ ওভার খেলা শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন

এরপর মুশফিকুর রহিম ক্রিজে নামতেই ইনিংসের রং পাল্টে গেছে। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান মুশফিক। সেই থেকে দ্রুত রান তুলে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে ৩৫ বলে ৩৩ রান করা হৃদয়ও যেন মুশফিককে দেখে জেগে উঠলেন! দুজনই ইনিংসের শেষ অবদি মেরে খেলেছেন।

২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমেছে সিলেট। হৃদয় তখন ৫৭ বল খেলে ১৩টি চার ২টি ছয়ে ৮৫ রানে অপরাজিত। এ নিয়ে নবম বিপিএলে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন হৃদয়। ইনজুরির কারণে মাঝে দুটো ম্যাচ খেলতে পারেননি। ৯ ইনিংস ব্যাট করেই ৩৭৩ রান হয়ে গেল হৃদয়ের। এতোদিন শীর্ষে থাকা নাজমুল হোসেন শান্তর রান ৩৭১ রান।

মুশফিকুর রহিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৫ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৫ রান করে। রংপুরের হয়ে মেহেদি হাসান ২০ রানে এক উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন