বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় কমলো প্রবৃদ্ধি: বিবিএস

February 5, 2023 | 11:06 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় কমেছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। সেইসঙ্গে কমেছে মাথাপিছু আয়ও। প্রাথমিক হিসাবের চেয়ে চূড়ান্ত হিসেবে কমেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ দু’টি সূচক।

বিজ্ঞাপন

রোববার (৫ ফেব্রুয়ারি) ২০২১-২২ অর্থবছরের এই প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই মাসের ব্যবধানে চূড়ান্ত হিসেবে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশে। প্রাথমিক হিসাবে এ হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। পাশাপশি মানুষের মাথাপিছু আয় কমেছে ৩১ ডলার। বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৭৯৩ ডলারে নেমে এসেছে। এর আগে বিদায়ী বছরের ১৪ নভেম্বরের সাময়িক হিসাবে এই আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার।

মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধি কমার কারণ জানতে চাইলে বিবিএসের মহাপরিচালক মহাপরিচালক মতিয়ার রহমান জানান, ‘দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সেই যুদ্ধের প্রভাব পড়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন