বিজ্ঞাপন

১১৮ রান করেই জিতে গেল চট্টগ্রাম

February 7, 2023 | 5:21 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নবম বিপিএলে নিজেদের ১১তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস যখন ১১৮ রানেই থেমে গেল মনে হচ্ছিল আরেকটি বাজে হারের স্বাক্ষী হতে যাচ্ছে দলটি। কিন্তু শেষ পর্যন্ত হলো উল্টোটা। ১১৮ রানের সংগ্রহ নিয়েই ম্যাচ জিতেছে চট্টগ্রাম। লো স্কোরিং ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ১৫ রানে জিতেছে বন্দরনগরীর দলটি।

বিজ্ঞাপন

১১৮ রানের পুঁজি নিয়ে একদিকে চট্টগ্রামের বোলাররা বোলিং করেছেন দুর্দান্ত অপর দিকে ঢাকা ডমিনেটরসের ব্যাটাররা ব্যাটিং করেছেন যাচ্ছে-তা। দুই মিলিয়েই ১৫ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। ১১তম ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেল দলটি। অবশ্য চট্টগ্রামের প্লে-অফ যে খেলা হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেছে আগেই।

আগেই প্লে-অফ থেকে ছিটকে পড়া ঢাকা ডমিনেটরস তিন জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করল। ১২ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট পাওয়া নাসির হোসেনের ঢাকা এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৮ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই প্রতিপক্ষকে ধাক্কা দিতে পেরেছে চট্টগ্রাম। ঢাকার ওপেনার সৌম্য সরকার খেলছিলেন দারুণ। ১৬ বলে ২২ রান তুলে ফেলেছিলেন সৌম্য। ২২ থেকে ৩৯ রানের মধ্যে সেই সৌম্যসহ আব্দুল্লাহ আল মামুন ও আরিফুল হককেও তুলে নিয়ে ঢাকাকে চেপে ধরে চট্টগ্রাম।

বিজ্ঞাপন

নাসির হোসেন, আলেক্স ব্লেক, জাহিদুজ্জামানরা মিডল অর্ডারে ভরসা দিতে পারেননি। নাসির, জাহিদুজ্জামানরা অবশ্য উইকেটে ছিলেন অনেকক্ষণ। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান ‍তুলতে পারেননি। শেষ দিকে রীতিমতো মড়ক লাগে ঢাকার ইনিংসে!

১৩ রানের ব্যবধানে শেষ দিকে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে ঢাকার ইনিংস। ৩৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেছেন নাসির হোসেন। চট্টগ্রামের হয়ে কার্টিস ক্যাম্পার ৪ ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

এর আগে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে ভুগেছে চট্টগ্রাম। আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পরে চট্টগ্রাম। আরাফাত সানির স্পিন আর আল-আমিন হোসেনের পেসে মাত্র ২৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে দলটি একশ পর্যন্ত যেতে পারবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা।

চট্টগ্রাম শেষ পর্যন্ত একশ পেরিয়ে গেছে উসমান খান ও জিয়াউর রহমানের ব্যাটে। পাঁচে নেমে ২৯ বলে ৩০ রান করেছেন উসমান। অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমানকে নামানো হয়েছিল নয় নম্বরে। ২০ বলে ৩টি চার ২টি ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন জিয়াউর রহমান।

ঢাকার হয়ে স্পিনার আরাফাত সানি ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩.৫ ওভারে ১৩ রানে এক উইকেট নিয়েছেন আমির হামজা। আল আমিন হোসেন ২২ রানে নিয়েছেন এক উইকেট। ঢাকার অধিনায়ক নাসির ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ১৫।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন