বিজ্ঞাপন

রাজশাহীতে পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা

February 9, 2023 | 4:18 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ। রাজশাহী পুলিশ লাইনসে অনুষ্ঠিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ১৫০ জনের অধিক তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

কর্মশালায় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস) মধুসূদন রায়, বিকাশের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।

গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এএমএল ৩৬০ অ্যাপ ব্যবহার করে থাকে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার পর এবার রাজশাহীতে আয়োজিত হলো কর্মশালাটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন