বিজ্ঞাপন

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে নোবিপ্রবি

February 12, 2023 | 1:03 pm

নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোবিপ্রবি: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মানবিক সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। মানবিক এ সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী।

বিজ্ঞাপন

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং উপাচার্যের একান্ত সচিব আবু জুবায়ের এ সহায়তা সামগ্রী তুর্কি দূতাবাসে হস্তান্তর করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী সামগ্রী কেনেন। এরপর সেসব ঢাকার তুর্কি দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের কাছে একটি শোক বার্তা পাঠিয়েছেন নোবিপ্রবির উপাচার্য। শোকবার্তায় উপাচার্য ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে এ দুর্যোগ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলমের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী শীতের জামা কাপড় ও চিকিৎসাসামগ্রী ঢাকার তুর্কি দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিপদে অন্যের পাশে দাঁড়ানোর মতো মানবিকতা আমাদের সবার থাকা প্রয়োজন। অতীতের মতো তুরস্ক ও নোবিপ্রবি প্রশাসনের সম্পর্ক অটুট থাকবে। এছাড়াও ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং দ্রুততার সঙ্গে এ দুর্যোগ কাটিয়ে ওঠার আশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন